যখন আমরা কাঁদতে পারি না, শান্তিতে পারি না ঘুমোতে
তখন ছোটবেলাটা মনে পরে যায়।
যখন আমরা হারাতে পারি না,কোথাও পারি না স্থির হতে
তখন ছোটবেলাটা মনে পরে যায়।
যখন চিন্তা; যন্ত্রণা দিতে দিতে আমাদের দেহকে খায়,
তখন ছোটবেলাটা মনে পরে যায়।
যখন মনের দেখা মিলে না,
যখন প্রতিক্ষণে ভেঙ্গে পরি,
যখন আপনজন অভিমান করে,
যখন স্বপ্নওগুলোও ব্যাথা দেয়,
তখন ছোটবেলাটা মনে পরে যায়।
যখন -
বাচ্চাটা হয়ে আর থেকে যেতে পারি না,
বড় হয়েও আর বড় হয়ে উঠা হয় না,
দাঁড়িয়ে আর থাকা যায় না,
তখন ছোটবেলাটা মনে পরে যায়।
যখন -
কাওকে আর সহ্য করতে পারি না,
একা থাকতে পারি না,
কাওকে কিছু বলতেও পারি না,
তখন ছোটবেলাটা খুব বেশি মনে পরে যায়।