প্রশ্ন কর আমায়,কখন আসেনি চোখে জল?
অনাকাঙ্ক্ষিত প্রলয়ের আবহাওয়ায়-
যখন ভুলগুলো এসে দরজায় কড়া নাড়ে
নীরস চোখে জল অঝোরে ঝরতে থাকে।
প্রশ্ন কর আমায়,কখন আসেনি চোখে জল?
বুকের গহীনে বান্ধবী হারানোর-
যখন শুণ্যতা বিষন্ন ছায়ার জন্ম দেয়
নির্জল চোখে জল অঝোরে ঝরতে থাকে।
প্রশ্ন কর আমায়,কখন আসেনি চোখে জল?
ভাঙাচোরা সম্পর্কগুলো দাঁড়িয়ে থাকে-
যখন কেবল মানসিক আঘাত দিতে
সিক্ত চোখে আবারও জল ঝরতে থাকে।
প্রশ্ন কর আমায়,কখন আসেনি চোখে জল?
তাকদীরে আগুনমাখা সর্বনাশ খুব-
যখন খেলা করে পুরানো বাঁশির সুরে
নীরস চোখে অঝোরে জল ঝরতে থাকে।
প্রশ্ন কর আমায়,কখন আসেনি চোখে জল?
নির্ঘুম রাতে আর বালিশ হাতে শুকনো স্মৃতি-
যখন এলোমেলো করে রেখে যায় আঁধারে
ক্ষীণ চোখে আবারও জল ঝরতে থাকে।
প্রশ্ন কর আমায়,কখন আসেনি চোখে জল?
রক্তমাখা কিছু প্রিয়জনের দেওয়া আঘাত-
যখন ক্ষমা করে দিলেও ভুলা যায় না অন্তরে
জলশুণ্য চোখে অঝোরে জল ঝরতে থাকে।
প্রশ্ন কর আমায়,কখন আসেনি চোখে জল?
কলিজায় পুষে রাখা ভালবাসার প্রিয়জন-
যখন ভুলে যায়,বদলে যায় হুট করেই
নির্জল চোখে অঝোরে জল ঝরতে থাকে।