এত অল্প সময়;এতোটুকু হায়াত যথেষ্ট নয়
শুরুতে ফজর চোখে জল নিয়ে আসে অঝোর।
সময় যত বাড়তে থাকে তোমার স্মৃতি,
আমার চারিপাশে ছায়ার মত ঘুরতে থাকে
তা দেখে আমার হৃদয় হাঁসপাস করে!
অনুভূতিহীন কেটে যাচ্ছে দিন,
এদিকে প্রিয়তমার নিকট জমে গেছে ভালোবাসার ঋণ।
মুখোশের খোলস খুলে চোখে চোখ রেখে
বলা হচ্ছে না; প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি।
এত অল্প সময়; এইটুকু হায়াত যথেষ্ট নয়
যেটুকু ভালোবাসা সঞ্চয় রেখেছি।
সেই সঞ্চিত ভালোবাসাটুকু প্রকাশ করার জন্য
এতোটুকু হায়াত যথেষ্ট নয়;
এদিকে এশার নামাজ আদায়ের পর তসবিহরত আমি।
তেত্রিশ বার সুবহানাল্লাহ,আলহামদুলিল্লাহ পড়ব তাই!
এদিকে আঙ্গুলের কর গুনতে গিয়ে দেখি বিশেই ফুরিয়ে যাই!
এত অল্প সময়;এইটুকু হায়াত যথেষ্ট নয়
তোমাকে ভালোবাসি বলার জন্য।
আমার জন্য তোমার এতটুকু নাই অনুভূতি ।
তোমার সামনে কাতরাতে কাতরাতে গেলে মরি
তোমার হৃদয়ে হবে না রক্ত ক্ষরণ!আমার যদি হয় মরণ