যে আপনারে রাইখা চলে গেল
সে তার চইলা যাওয়া নিয়াই
ভালো থাকে যেন—
যেমন চইলা যাইয়া ভালো থাকে
শীতে ছুটে আসা অতিথী পাখি।
যে আপনারে রাইখা চলে গেল
সে তার চইলা যাওয়া নিয়াই
ভালো থাকে যেন—
যেমন চইলা যাইয়া ভালো থাকে
রাস্তায় রাস্তায় ঘুরতে থাকা পাগল।
যে আপনারে রাইখা চলে গেল
সে তার চইলা যাওয়া নিয়াই
ভালো থাকে যেন—
যেমন চইলা যাইয়া ভালো থাকে
পিঞ্জিরার পুষতে থাকা ময়না, টিয়া, বুলবুলি।