উড়ে যায় সব,
ধোয়া, আকর বাতির ঘ্রাণ,ফুলের সুবাস, সাদা মেঘ
পুষে রাখা মনের যত আবেগ।
ভোর না হতেই হওয়ায় উড়িয়ে যায় কুয়াশার ঝাঁক
তারা পেলেই উড়ে যায় ক্ষুধার্থ দার কাক।
উড়ে যায় পাখি দূরে চেয়ে অপলক,
রেখে যায় কিছু ছাপ ঝরা দু'পালক ।
উড়ে যায় রাতের আঁধারের ঘনত্ব পেলে ভোরের দেখা
নতুন মায়ায় জড়িয়ে পড়লে প্রেমিকাও চলে যায় একা
বন্যার পানিও উড়ে যায় পেলে খড়ার টান
আদর ভালোবাসায় উড়ে যায় প্রেমিকার অভিমান।
সুতো ঢিল পেলে উড়ে যায় প্রিয় ঘুড়ি
পাখি হয়ে উড়ে যায় একসাথে বৃদ্ধ হওয়া বুড়াবুড়ি
বিষাদের দিন সব উড়ে যাক পাখির মতন;
কোলাহল পেরিয়ে রাত্রিতে ঢুকিয়ে পড়ে ব্যস্ত জীবন,যেমন।
উড়ে যায় সব
অভিমান, অভিযোগ, রাগ কিংবা পুষে রাখা ক্ষোভ।
কিন্তু হয় না কাছে আসা,
হয় না ভালোবাসাবাসি।
শুধু উড়ে যায় না স্মৃতি নিজের সাথে চলা
কাছে গিয়ে প্রিয় মানুষটি হয় না ভালোবাসি বলা
কিন্তু আমরা বোকা মানুষ
ছেড়ে দেওয়ার পরে বুঝি একদিন
ছেড়ে দেওয়া মানুষটির কাছে, ফিরে যাওয়া বড্ড কঠিন।