তুমিহীনা থেমে গেছে ঘড়ির কাঁটা।।

এ হৃদয়ে চলছে যেন জোয়ার ভাটা।।

আলো থাকতেও দিনটা যেন অন্ধকারে আচ্ছন্ন

আমি তোমাকে খুঁজি তোমাতে নিমগ্ন!

তুমি ছাড়া থমকে গিয়েছে হৃদস্পন্দন

মনে হচ্ছে থেমে গেছে সূর্যের ঘূর্নয়ন।।

সেই সাথে  থেমে গেছে চাঁদ-তারা গ্রহ স্বয়ং

তোমার বিষাদে আমার আকাশে আলো নেই এখন

কী হচ্ছে আমার এসব!

যেন তুমি ছাড়া জগতে কোনও মানুষ নেই

জনমানব শূন্য ধরণী চারদিক যেন ধূ ধূ সাহারা মরুভূমি।।

মরুভূমির চোরাবালিতে ডুবে গেছে আমি।।

বাঁচার উপায় নেই এখন তোমাকেই খুঁজি