তুমি প্রজাপতির  মতো সুন্দর,তুমি ফুলের মতো স্নিগ্ধ।
তোমার মায়াবী চন্দ্র মুখ,যতো দেখি মুগ্ধ হই।
তোমার হরিণী চোখে সূর্য যেনো জ্বলছে নিশিদিন।
তুমি ঘুমাও যতক্ষণ আমি আঁধারে বিলীন।
তুমি ভালোবাসার রানী আমি অখ্যাত এক প্রেমী।
পড়েছি তোমার প্রেমে।
তুমি আমার হয়ে থাকো কান্না আদর মেখে
রবো দুইজনে এক ফ্রেমে||

তোমার হাসিতে হাসে প্রকৃতি,তুমি কাঁদলে ঝড়ে বৃষ্টি ।
তুমি বৃষ্টি ছুঁয়ে দেখলে হঠাৎ বৃষ্টি থামে।
তোমার স্পর্শেই সজীবতা বুকে বসে প্রজাপতি
তোমার হাতে পাখির আশ্রয়, তুমি চির শ্বাশ্বতী সতি।।

তুমি প্রবাহিত নদির মতো নারী আমি সমুদ্র হয়েছি ভালোবেসে।
জোয়ার ভাটায় বহু মোহনা ঘুরে যাতে সমুদ্রে যাও মিশে।
আমি শিশিরের সাদা জলে ভিজি না তোমার ভালোবাসায় ভিজবো বলে।
আমি শুকনো কাঠ হয়ে থাকি ভিজবো তোমার হৃদয়ের ঝিলে।।

রাত্রির আঁধারেও তুমি অপরুপা আমি জোসনার আলোতেও কালো।
তুমি আমার ভালোবাস তাই জীবন স্বার্থক
চিরদিন বাসবো তোমায় ভালো।।