তুমি সর্বদা সুখী হও, সর্বদা হাসো…
তোমার আশা কখনো শেষ না হউক
তোমার স্বপ্ন কখনো ধ্বংস না হউক
তোমার নিদ্রাহীন রাত্রি,না হউক
তোমার আশাহীন প্রত্যাশা না হউক
তোমার জীবন কখনো থমকে না যাউক
তোমার ভালোবাসা তোমার জীবন রাঙিয়ে তুলুক।
তোমার ভালোবাসা কখনো তোমাকে কষ্ট দেয়
আমি পুড়ে যাই, আমার প্রিয়, আমার প্রজাপতি
আমার অশ্রু, আমার ভালবাসা, আমি চূর্ণ হয়ে যাই,
আমার ছিন্নভিন্ন আশার নীচে, আমি তোমার স্বপ্ন থাকি
আমি ছেড়ে দিই, একের পর এক,আশাহীন অপেক্ষা, নিদ্রাহীন রাত,
তুমি আমার ভালবাসা আমাকে আঘাত করতে থাক
আমার ভালবাসা আমার গলায় মুষ্টির মত বসে থাকো,
আমার ব্যাথা নীরব থাকুক,আমার নিশ্বাস থেমে যাক
তোমাকে ছাড়া এই আত্মার পুড়ে অঙ্গার
তুমি সর্বদা সুখী হও,সর্বদা হাসো