আজ তোমার বিষাদে অঝরে বর্ষা নামে,
আজ তুমি নাই বলেই কোকিল গেছে নির্বাসনে।
তাই বসন্ত হারিয়েছে যৌবন।
শুধু তুমি নেই বলেই সর্বগ্রাসী জোছনা নাই,
তাই মাঝ রাতে ঘর ছাড়া হয় না,কোন চন্দ্রগ্রাসি হিমুর।
তোমার সৌন্দর্যের কেটারেক্ট ঝাপসা করে দিচ্ছে চারদিক
তোমার মায়ার কোলেস্টেরল বন্ধ করে দিচ্ছে হৃদনালীকে
অক্ষম হচ্ছি প্রতিনিয়ত তোমার মিষ্টতায়
তোমার বিষাদের কারনেই উত্তাল হয়না রাজপথ শত অনিয়মেও।
আজ তুমি নেই তাই বোধ হারায় ফেলছি
কিন্তু তুমি নাই এতে কারোরই কিচ্ছু যায় আসেনা,
যা যায় তা শুধুই আমার।
তুমি নাই তাই আমার কাটে অকর্মন্য নিদ্রাহীন রাত্রি,
তুমি নাই তাই আমার বসন্তে সবুজ পাতাও হলদে হয়,
সাবলীল জ্যোৎস্না বদলে যায় নিকষ আমাবস্যায়,
অর্জন নেই,সাধ নেই,সাধ্য নেই, আমার তুমি নাই বলে।
নীড়হীন,সুরহীন,সুখহীন আমি শুধু তুমি নেই বলে