শোনো, কাজল চোখের মেয়ে তোমায় ভেবে লিখছি কবিতাটা
হৃদয় মাঝে সিলমোহর করে নিয়েছি তোমার মায়াবী ছবিটা
তোমায় নিয়ে ভাবতে ভাবতে হারিয়ে যায় অনুক্ষণ
তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে সারাক্ষণ
কাল থেকে মহাকাল থাকবে আত্মার কথোপকথন
শোনো কাজল চোখের মেয়ে তোমারই জন্যই আমার হৃদয় কাঁদে
তুমি কি জানো,হরিণী চোখের মেয়ে
কবিতায় যা মনে আসে লিখি আমি তাই
কবিতার ছন্দগুলোর মাঝে শুধু তোমাকেই খুঁজে পাই
শোন প্রজাপতি, রোজ তাহাজ্জুদে নীরবে কাঁদি একা
তোমার শুন্যতায় হৃদয়টা হয়ে থাকে ফাঁকা
শোনো হরিণী চোখের মেয়ে,তোমার নাম হৃদয়ে রেখেছি খোদাই করে
চূর্ন বিচূর্ণ করতে পারবে না পৃথিবীর সমস্ত ধারালো ইস্পাত দিয়ে
তুমি কি জানো,হরিণী চোখের মেয়ে।
নিস্তব্ধ এই পৃথিবীতে শুধুই তোমাকে স্বপ্নই দেখতে পাই
নৈশব্দের গভীর রাতে আমি তোমায় ভেবে বাঁচতে চাই