তোমার নামে পাখি ডাকা ভোর জানে,
রোজ কতটা মায়া জমাই ভালোবাসার অভিধানে !
তোমার নামে গতহাওয়া নির্জন দুপুরে জানে,
রোজ কতটা অনুরাগ জমাই বুকের কোণে!

তোমার নামে সন্ধ্যা নামা শহর জানে,
রোজ কতটা প্রতীক্ষায় থাকি তোমার টানে!
তোমার নামে রাত্রি হওয়া আকাশ জানে,
রোজ কতটা জ্যোস্না পরি তোমার নামে!

তোমার নামে ফুলফোটা বসন্ত জানে,
রোজ কতটা সুবাস ছড়াই প্রেমের টানে!
তোমার নামে শীতের ধোঁয়াশা জানে,
রোজ কতটা উষ্ণতা জমাই অন্তঃকরণে!

•⎯͢⎯⃝🩵🪽""..!! ♡
~মারুফ হাসান মাইয়ুফ — কবিতায় গল্প বলা মানুষ