তোমার জন্য গোলাপের লাল,
তোমার জন্য ভালোবাসার অযুত কোটি মহাকাল
তোমার জন্য আমার নেই কোনো অভিযোগ,
তোমার জন্য সুখের যোগ,তোমার জন্য দুঃখরা বিয়োগ।
তোমার জন্য শান্তি চুমুতেই,
তোমার জন্য আঁখি শান্ত তাকালেই।
তোমার জন্য আদর, উষ্ণতা,
তোমার জন্যই শীতেও নেই জরাজীর্ণ পাতা।
তোমার জন্য হাটব বলে ফাঁকা আছে অজস্র পথ,
তোমার জন্য বাঁচব বলে প্রেম বোধের শপথ।
তোমার জন্য সুখ লুকিয়ে আছে আড়ালেই,
কোথায় যাবো সব হারায় আমি পা বাড়ালেই!
তোমার জন্য হৃদয় হয় না ক্ষয়,
তোমার জন্য অজস্র দুঃখরা পরাজয়!
তোমার জন্য জমা আছে গোলাপের ঘ্রাণ,
তোমার জন্যই সুন্দর, উল্লাসিত প্রাণ।
•⎯͢⎯⃝🩵🪽""..!! ♡
~মারুফ হাসান মাইয়ুফ — কবিতায় গল্প বলা মানুষ