তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে-
রাতের আঁধারের গতিপথ আলো ফিরে পেল,
অদেখা পাখিরা সব ডানা মেলে এলো।
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে-
উপেক্ষিত করলো লোক শোনাইলো কত কথা,
আমার শুধু থেকে গেল না দেখার ব্যাকুলতা
তোমার জন্য দাড়িয়ে রয়েছি বলে-
সকালের লাল,সন্ধ্যার নীল ফুরিয়ে এলো নিশি,
অপেক্ষার প্রহর গুনে গুনে বড্ড ভালোবাসি।
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে-
ডুবে গেল নীল দ্বাদশী জ্যোৎস্নার মাতোয়ারা,
অভিমানে ফুরিয়ে গেলাম,নিঝুম সন্ধ্যাতারা।
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে-
ঘুমাইনি নয় হাজার নয়শত নিরানব্বই রাতে...,
একটা বাবুই মরে গেল কাতরাতে কাতরাতে।
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে-
কোলাহল কতটুকুই বা জানে নিস্তব্ধতার কাছে কতটা বিষাদ হয় জমা
উতল হাওয়ার বুকের ভেতর কে সে প্রিয়তমা?
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে-
জীবন থেকে হায়াতের অপচয় করলাম কদ্দূর,
বসে হিসাব কষে দেখি তুমি আমি ততটাই দূরে
আসমান আর জমিনে থাকে দূরত্ব যদ্দূর।
তোমার জন্য দাড়িয়ে ছিলাম বলে-
একটা গোটা ইহকাল কাটিয়ে দিলাম
অঝোর অশ্রু জলে।
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে-
ফুরিয়ে গেল হাতে থাকা সুবাসিত শিউলির ঘ্রাণ,
হারিয়ে গেল একটা গোটা ইহকাল,ফুরিয়ে গেল প্রাণ।