তোমার হাসিতে মুক্ত ছড়ায়।
তোমার হাসিতে প্রাণটা জুড়ায়।
তোমার হাসিতে ভোরটা মুচকি হাসে।
তোমার হাসিতে দিনটি ভালো লাগে।
তোমার হাসিতে বসন্ত ছাড়াও বসন্ত আসে।
তোমার হাসিতে মৌমাছিরা গুঞ্জন করে।
তুমি হাসলে রাতের আধার ভালো লাগে।
তুমি হাসলে চাঁদ কে ধরার ছোঁয়া জাগে।
তুমি হাসলে সব দুঃখ কষ্ট চাই ভুলে।
তুমি আসলে পৃথিবীটা সুন্দর লাগে।
তোমার হাসিতে মৃত্যু সুধা ভালো লাগে।
তোমার মুখের হাসি এই প্রাণে বাজায় বাঁশি।
তোমার হাসি বড্ড ভালোবাসি।