তোমাকে কেনো এতো ভালবাসতে ভালো লাগে
যদি এর কারণ জিজ্ঞেস করো
তবে বলবো এর ব্যাখ্যা আমার জানা নেই।


শুধু বলবো যেদিন প্রথম তোমার চোখ দেখলাম।
তখনই বুঝেছি মায়া থাকে চোখের মাঝে,
মায়া থাকে পাপড়ির ভাঁজে ভাঁজে।
তুমি যদি অযুত কোটি মানুষের ভিড়েও মিশে যাও।
তবে আমার দৃষ্টি সবার চোখ উপেক্ষা করে,
শুধু তোমার একজোড়া মায়াবী চোখে আকৃষ্ট হবে।
কারণ তোমার হরিণী চোখ আর শুভ্রতম পাপড়ি
ভীষণ মায়া ছড়ায়।



যেদিন প্রথম তোমার কণ্ঠ শুনলাম।
তখনই বুঝেছি মায়া থাকে কণ্ঠের মাঝে,
মায়া থাকে শব্দের ভাঁজে ভাঁজে।
তুমি যদি শত মানুষের মাঝে কথা বলো।
তবে আমার হৃদয় শত মানুষের কন্ঠ উপেক্ষা করে,
তোমার কণ্ঠে শিউরে উঠে।
কারণ তোমার মায়াবী কণ্ঠ আর শ্রুতিমধুর শব্দ ভীষণ মুগ্ধতা ছড়ায়।

যেদিন প্রথম তোমার পাশাপাশি হাঁটলাম।
তখনই বুঝেছি মায়া থাকে হাঁটার মাঝে,
মায়া থাকে পায়ের ছাপে ছাপে।
তুমি যদি শত মানুষের ভিড়েও হাটতে থাক
তবে আমার চোখ শত মানুষের হাটা উপেক্ষা করে
তোমার হাটায় আকৃষ্ট হবে
কারণ তোমার চলন ভীষণ মায়া ছড়ায়


এমনটা নয় যে পৃথিবীতে তুমিই একজন
যে কি না একজোড়া হরিণী চোখা,মায়াবী কণ্ঠ আর সুন্দর চলনের অধিকারী
হয়তো অসংখ্য কিংবা অজস্র আছে।

কিন্তু কি জানো!
আমি আজ অবধি কারো প্রতি এত মুগ্ধ হইনি
যতোটা তোমার জন্য আমার মন টানে
অন্য কারো জন্য কখনো এমনটা অনুভব করিনি।
আকাশে হাজার তাঁরার মাঝে যেমন একটা চাঁদ থাকে।
আমার কাছে তুমি ঠিক তেমন, ঠিক ততটা প্রিয়।
আমি শুধু তোমাতেই মুগ্ধ তোমাকেই ভালবাসি।