তোমাকে খুঁজি ভোরের  রাঙ্গা প্রভাতে

তোমাকে খুঁজি শিশির জরানো সবুজ ঘাস ফুলে

তোমায় খুঁজি বিকেলের গোধূলির আভায়

তোমায়  খুঁজি রাতের অগণিত তারার মেলায়

তোমায় খুঁজি শরতের নীল মেঘের ভেলায়

তোমাকে খুঁজি শীতের রুক্ষতায়

তোমাকে খুঁজি বসন্তের  সব ফুলের মাঝে

তোমাকে খুজি কালবৈশাখী ঝড়ে

তোমাকে খুঁজি পাহাড়ি ঝরনা ধারায়

তোমাকে খুঁজি দূর সমুদ্রের দিগন্তের নীলিমায়

তোমাকে খুঁজি নিস্তব্ধ রাতের  চাঁদের আলোতে

তোমাকে খুঁজি আমার অজস্র স্বপ্নের মাঝে


তোমাকে খুঁজি সকাল সন্ধ্যা সাঁঝে


তোমাকে খুঁজি ভোরে যখন ফজরের আজান বাজে

  তোমাকে খুজে পেয়েছি অনুভূতির স্পর্শে
  তোমাকে ভালোবাসি হৃদয়ের সবটুকু সত্ত্বা দিয়ে।।