শোনো,হরিণী চোখের মেয়ে
আমার দিবস কাটে, বিবশ হয়ে
তোমার মায়বি মুখ দেখে দেখে।
দহনের দিনে, কিছু মেঘ কিনে
যদি প্লাবিত হয়ে যায় মধ্য দুপুর
তবু মেয়ে তোমার চোখ মানে
কারো বুক পদ্মপুকুর।
এই যে মেয়ে, নীল রঙের চোখ
আমার বুকে তোমার নামে
তীব্র প্রেমের মিছিল হোক।
ভাবাস কেনো,আঁকাস কেন,
বুকের ভেতর আকাশ?
শোনো হরিণী চোখের মেয়ে
তুমি তাকালে থমকে থাকে
আমার বুকের বাঁ পাশে।
পথের ধুলোয় পায়ের ছাপটি আঁকা
ছাপের ভেতর মন কেমনের সুর।
চলে গিয়ে চোখের আড়াল হলেও
মনের আড়াল কোথায়, কত দূর?