সত্যিই আপনার মুখ,
পূর্নবতি জোৎস্না মত সুন্দর;
কেমন নিষ্পাপ,স্নিগ্ধ মায়াময়!
কত অযুত কোটি মহাকাল পেরিয়ে গেল,
অন্ধকারেই বাস আমার তবুও আপনার হয় উদয়!
সত্যিই আপনার হাঁসি অমাইক সুন্দর!
কখনো ভোলার নয়,
কত যুগ পেরিয়ে গেল।
দিনে কিংবা রাতে চোখ বুজলেই সামনে হাজির হয়।
সত্যিই আপনার মায়াবী চোখ!
নীল দ্বাদশী চাঁদের ন্যায় বাঁকানো।
অযুত কোটি মহাকাল পেরিয়ে গিয়েও,
মনের ফ্রেমটায় ঠিক অবিকল আছে আঁকানো!
সত্যিই তোমার চলন ভীষণ সুন্দর !
গুটি গুটি পায়ে পড়ে ইঞ্চি ইঞ্চি মাপ।
দিন মাস বছর পেরিয়ে গিয়েও,
আমার কোমল হৃদয়ে লেগে আছে
আপনার নরম চরণ চাপ !
সত্যিই তোমার চুল মেঘের মত সুন্দর!
ফুলের ন্যায় সুগন্ধি ছড়ায় যেন ফুল বাগান।
অযুত নিযুত কোটি কাল পেরিয়ে গেছে,
অথচ রাতভর নাকে এসে আপনার চুলের ঘ্রাণ!
সত্যিই তোমার কণ্ঠ খুবই মায়াবী!
কথা বল যেন ময়না ,টিয়া, বুলবুলি পাখি।
কত যুগ পেরিয়ে গেল,
এখনো চোখ বুঝলেও শুধু আপনাকে দেখি।
কথা বলতে ফুরিয়ে যেত দিন ফুরার রাত।
শুধু ভালোবেসেছি বাড়িয়ে দু-হাত!
সত্যিই তোমার রূপ ফুলের মত শোভিত!
হিজাব,নিকাব পরিলে পরীর মতন।
কত বছর পেরিয়ে গেছে ,
আমাতে আমি থাকি-থাকে না তো মন!
স্মৃতির শহর জুড়ে এখন তুমি শুধু অতীতকাল!
ঝাপসা সবই যেন সারাটি সকাল।
দিন কিংবা রাত করোটি জুড়ে তোমার মিছিল,
আলগোছে দূরে গেলে— যত ছিল ভীর।