চলে যেতে যেতে ভাবি; ফিরব না আর।
অথচ খানিক এগুতেই দেখি;
আপনি ছাড়া কোথাও পথ নেই যাবার।
দেখতে দেখতে ভাবি; দেখব না আর।
অথচ খানিক চোখ বুজেই দেখি;
আপনি ছাড়া কিছুই নাই দেখার।
আঁকব না আঁকব না ভাবি; আঁকব না আর।
অথচ আঁকতে না আঁকতেই দেখি;
আপনি ছাড়া কোন কিছুই নাই আঁকবার।
ভুলে যেতে যেতে ভাবি; ভুলে যাব এবার।
অথচ খানিক ভাবতেই দেখি;
অতটা সহজ নয় আপনাকে ভোলার।
ভাবতে ভাবতে ভাবি; ভাবব না আর।
অথচ খানিক ভাবতেই দেখি;
আপনি ছাড়া কিছুই নাই ভাবার।
লিখতে লিখতে ভাবি; লিখব না আর।
অথচ খানিক লিখতে না লিখতেই দেখি;
আপনি ছাড়া কিছুই নাই লিখার।
দূরে যেতে যেতে ভাবি; দূরত্বের পূর্বাভাস।
অথচ খানিক দূরে যেতে না যেতেই দেখি;
স্মৃতি-গন্ধা সকাল-সন্ধ্যা আমাকে ফেলে কোথায় যাস।
ভালবাসব না ভালবাসব না বলে; কত বাহানা কুড়াই,
স্মৃতি-গন্ধা, অচেনা সন্ধ্যা, তোমাতে উড়াই।
©মো মারুফ হাসান মাইয়ুফ