আমার দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা,
অনন্তকালের প্রিয়তমা।
তোমার জন্যে যতটা পথ হেঁটেছি
ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম
আমার প্রিয়তম শহর মক্কা,মদিনা।
তোমার জন্য যতটা রাত কেঁদেছি
ততটা কান্নায় আমি ভরে দিতে পারতাম আরব সাগর,
বর্ষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা।
যে দহনে রোজ পুড়ে গেছি,তাতে জেলে দিতে পারতাম
আনাক ক্র্যাকেটোয়া নামক পৃথিবীর ভয়ংকর আগ্নেয়গিরি ।
যতোটা তৃষ্ণায় গড়িয়েছি অপেক্ষার প্রতিটি প্রহর,
ততটা মিটাতে পারে সাধ্য নেই প্রশান্ত মহাসাগর।
যতোটা ডুবে গেছি রোজ,যতোটা পুড়ে গেছি রোজ,
নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ।
যতোটা ভেসে গেছি চুপ,যতোটা বেহিসেবী ডুব,
সবটাই মিশে গেছে তোমাতে ওই।
তোমাকে পাওয়া হলেই দেখি এই আমি সেই আমি নই