হৃদয় শোনেনা কোন বারণ বিভাবরীর শেষ না হতেই
হরিণী চোখা তোমার কথা হয় স্মরণ
ভোর না হতে হতেই তোমাকে দেখার আশায়
শেষ ছবিটা দেখি বারবার দেখি তোমার
আমার জানালায় মিহি হিলেম বাতাসে
রাত্রির নিস্তব্ধতা চিরে আযানের সুরেলা প্রলাপে
হরিণী চোখা তোমায় মনে পড়ে
আঁধারে তুষার-ঘেরা হৃদয়ে একটি ছবি ঘুরে বেড়ায়
আর তোমার কণ্ঠ ভেসে আসে কুরআনের বাণী
জাগিয়ে তোলে আমার মৃত রাত খানি
আযানের সুরেলা ছন্দে জানালার শার্সি পেরিয়ে
আমাকে কেবলই মনে করিয়ে দেয় তোমায়
আল্লাহর পথ ধরে তোমার হেঁটে যাওয়া
এসো আমার পানে,নিয়ে যাও তোমার সনে
নিয়ে যাও আমায় যেখানে থাকো তুমি
নিয়ে যাও সেই মায়াময় দু চোখে তোমার
হাজার তারকা যেখানে ঢলে পড়ে কোমল নিদ্রা
হতে দাও আমাদের প্রথম অন্তহীন স্বর্গছোঁয়া