সে এসে বসুক পাশে,যেভাবে রাত ফুরালেই ভোর আসে,
তারপর হয়ে যাক,পার্থিব রঙ্গিন অনায়াসে।
তবুও আসুক সে,জানুক,প্রিয়তম চমক সে!

সে এসে বসুক পাশে, যেভাবে শিশির জমে দূর্বাঘাসে
তারপর হয়ে যাক, সজবিতা অনায়াসে।
তবুও আসুক সে,জানুক, প্রিয়তম মুখ সে!

সে এসে বসুক পাশে,যেভাবে শীতের শেষ বসন্ত আসে,
তারপর হয়ে যাক,ফুলে ফুলে রঙিন অনায়াসে,
তবুও আসুক সে,জানুক প্রিয়তম ফুল সে!

সে এসে বসুক পাশে,যেভাবে মৌমাছি বসে পুস্পরসে
তারপর হয়ে যাক,মধুময় জীবন অনায়াসে।
তবুও আসুক সে, জানুক  প্রিয়তম প্রেম সে ।

সে এসে বসুক পাশে, যেভাবে আবডালে ডাহুক বসে
তারপর হয়ে যাক, দমে দমে প্রিয় নাম অনায়াসে,
তবুও আসুক সে, জানুক,প্রিয়তম সুর সে!

সে এসে বসুক পাশে, যেভাবে রাতে চাঁদ আসে,
তারপর হয়ে যাক, অন্ধকার আলোকিত অনায়াসে,
তবুও আসুক সে, জানুক,প্রিয়তম আলো সে!


সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে,
তারপর হয়ে যাক, যন্ত্রণা অনায়াসে।
তবুও আসুক সে, জানুক, প্রিয়তম অসুখ সে!

সে এসে বসুক পাশে, যেভাবে ঔষধে অসুখ সাড়ে
তারপর হয়ে যাক,প্রশান্তি অনায়াসে,
তবুও আসুক সে, জানুক, প্রিয়তম ঔষধ সে
_________শেইখ  মারুফ হাসান