রুহের পিরিত
মাকড়সার জালে জল জমে থাকে,
পাতাদের গায়ে নামে সন্ধ্যার শীত।
উষ্ণতা কিংবা শীতলতায়,
তোমার রুহের সাথে আমার পিরিত।
ফুলের পাপড়িতে জল জমে থাকে,
পাখিদের গায়ে নামের সন্ধ্যার শীত,
সুভাবে সুঘ্রাণে....
তোমার আত্মার সাথে আমার পিরিত।
ভোরের বাতাসে হিম নেমে আসে,
সন্ধ্যার আকাশ নিয়ে আসে ঝাপসা।
ঝিঝি পোকা গেয়ে ওঠে গীত,
তোমার আত্মার সাথে আমার পিরিত।
•⎯͢⎯⃝🩵🪽""..!! ♡
~মারুফ হাসান মাইয়ুফ — কবিতায় গল্প বলা মানুষ।