জীবন  করতে সুমহান  বার্তা নিয়ে এলো মাহে  রমাযান।
শৃঙ্খলিত হলো সব অবাধ্য জিন ও শয়তান।

বন্ধ হলো জাহান্নামের সকল দরোজা এমাসে,
খুলে গেল জান্নাতের সব দরোজা অনায়াসে।

ফজরে সেহরি মাগরিব হলে তবে ইফতারি
আল্লাহর হুকুমে ফেরেশতা সকলে পূণ্য  লেখে

মুমিনের আমলে পূণ্যের দখলে
শয়তান হয়ে যায় ভয়াবহ ক্রুদ্ধ।।
চলে তাই মুমিনের মাসব্যাপী  ঈমানী যুদ্ধ।

মন্দকে হটাতে আত্মাকে বাঁচাতে
এসেছে মাহে রমাযান

রহমতে পূর্ণ পাপরাশি করে চূর্ণ
ঈমানের দৃষ্টি
রমজানের সিয়াম গুলো মুমিনের কৃষ্টি।

রহমতে পূর্ণ পাপরাশি করে দেয় চূর্ণ
আলোকের দিশানিয়ে জান্নাতের ভিসা নিয়ে এসেছে মাহে রমাযান

রহমত বরকত জানাত পেতে
মুমিনেরা ইবাদতে থাকে  মগ্ন হয়ে,

মুমিনেরা নাজাত পেতে করবে ইবাদত রাত্রি জেগে
প্রভুর প্রেম সওদা করে তাহাজ্জুদে কেঁদে কেঁদে।

ইত্তেকাফে  মন শান্তি পাবে পেয়ে যাবে কদরের রাত্রি টাকে,
আলোকের দিশা নিয়ে জান্নাতী ভিসা নিয়ে এসেছে মাহে রমাযান