শোনো কাজল চোখের মেয়ে!!
আপনার পাখি হওয়া মানা
পাখি নিয়ে আপনার কতকিছু অজানা?
আপনি পাখি হলেই, এমন;
পোষ মানাতে মেতে উঠবে কতজন।
আজকাল পাখিদের ও আসে বিষন্নতা,
অসীম আকাশ নদী সমুদ্র পাহাড় তখন কেবলি শূন্যতা?
আপনার পাখি হওয়া মানা
পাখি নিয়ে আপনার কতকিছু অজানা?
আপনি পাখি হলেই
শিকারি নিবে পিছু ;
আকাশ, পাহাড়, নদী ও সমুদ্র যতোই হোক উচুনিচু।
সব কিছুকে তুচ্ছ করে শিকারের নেশায় ছুটবে পিছু।
আপনি পাখি হলেই পরবেন শিকারির কবলে।
সঙ্গী হারিয়ে, অভিমান করে কিংবা রাগ জমিয়ে
প্রিয় কদম ডালে বসে থাকবে গাল ফুলিয়ে।।
তখন সঙ্গীর কথা ভেবে ভেবে প্রিয় কদম নিয়ে
ঘার ঘুরিয়ে এক পলকে থাকবে তাকিয়ে।
সঙ্গী ফেরার অপেক্ষায়
ততক্ষণে সঙ্গী শিকারির হাতে বন্দী
মন পিঞ্জরে একটু আধটু ভালোবাসায়
আর ছটা খানিক আদিক্ষেতায় নিজেকে নিবে বস বানিয়ে।
আর এদিকে আপনি তার ফেরার অপেক্ষায় দিনরাতে
চেনা দৃশ্য শুধু লেপ্টে থাকবে আখিপাতে।
আপনার পাখি হওয়া বারন
কারণ, আপনার প্রিয় সঙ্গী শিকারির হবে প্রিয়জন।
দেখা গেল মন পিঞ্জরে একটু আদর করিল কেহ
আসতে আসতে নিজেকে মানিয়ে নিলো সেও।।