তোমারে চাইলাম
কিন্তু পাইলাম না, এই না পাওয়ার
কোনো আদি নাই অন্ত নাই—
চইলাই গেলা—
নাটাই ছেঁড়া ঘুড়ি যেমন চইলা যায়
দূর থেকে দূরে, অসমাপ্ত মাঠের দিকে—
তোমাকে চাইলাম
কিন্তু পাইলাম না, এই না পাওয়ার
কোনো আদি নাই অন্ত নাই—
চইলাই গেলা—
দড়ি ছেঁড়া বাছুর যেমন চইলা যায়
দূর থেকে দূরে, অসমাপ্ত মাঠের দিকে—
তোমাকে চাইলাম
কিন্তু পাইলাম না, এই না পাওয়ার
কোনো আদি নাই অন্ত নাই—
চইলাই গেলা—
নব্য ডানা গজা পাখির শাবক যেমন চইলা যায়
দূর থেকে দূরে, অসমাপ্ত মাঠের দিকে—
তোমাকে চাইলাম
কিন্তু পাইলাম না, এই না পাওয়ার
কোনো আদি নাই অন্ত নাই—
চইলাই গেলা—
বন্যায় খড়কুটা,কচুরি পানা যেমন ভেসে চইলা যায়
দূর থেকে দূরে, অসমাপ্ত মাঠের দিকে—