আপনি নিজেই একটা নীল অষ্টাদশী চাঁদ,
যেন আলো আধারীর রহস্য ভরপুর।
ফুল নও তবুও ফুলের পদ্মপুকুর,
পাপড়ি নও তবুও সুবাস ছাড়াও সবটুকুর।
আপনি নিজেই একটা বসন্ত,
যেন রঙে রঙে রঙিন হওয়া মাতাল দিগন্ত।
পৃথিবীর সমস্ত পুষ্পরাজি কে হার মানায়
আপনার চুলের সুগন্ধ।
আপনি নিজেই এক সুবিশাল রত্নাকর,
যেন জোসনা রাতের সমুদ্রের ঢেউ।
চাঁদের আলোর ঝলকানি রাতভর,
আপনি সমুদ্রের অপার সৌন্দর্য ছুঁয়ে থাকা কেউ!
আপনি নিজেই এক বর্ষা ঋতু ,
যেন বৃষ্টি ভেজা কদম ও কাঠগোলাপে ।
কাঁচা রোদের কিরণ লাগা যাদু,
বৃষ্টি শেষে রুপালি আকাশে রামধনু।
আপনি নিজেই এক অপরাজিতা,
রোগ মুক্তির মত হৃদয় সারিয়ে তোলার দাবিদার।
শুধু রূপে নয় গুনে হারাবে,
এমন সাধ্য আছে কার?