তোমাকে অনেক ভালোবাসি জীবনের চেয়েও বেশি।
তোমাকে না দেখলে আমার হৃদয় কম্পিত হয়
মনে হয় মরে যাই....
তুমি দূরে গিয়ে হয়তো আমাকে ভুলে গেছ!!
আমি যদি তোমাকে ছেড়েও যাই,তবুও আমার প্রতিটি নিশ্বাসই তোমার।
আমি তোমার দুঃখের কারণ হতে চাই না।
তোমার ভালোবাসা আমাকে আবদ্ধ রাখবে।
আমার মনে তুমি সর্বদা থাকবে।
বৃষ্টিতে আমাকে ভিজতেই হবে তুষারে ঠান্ডা লাগবে।
ভালোবেসে কেউ ক্লান্ত হয়ে যায় না।
আমার শুধু একজন ভালোবাসার মানুষ আছে।
আমি তাকে আমার হৃদয়ে অঙ্কন করেছি
আমি সেই নারীকে ভাবি যে আমার কল্পনাকে সুশোভিত করে।
আমার সপ্ন আমার ভাগ্য হোক
এই পথেই আমার জীবন উৎসর্গ হোক