এমন রেজিম এই এজিদের কাল
জানালা হলেও খোলা হয় না সকাল।
সূর্যের উদয় হলেও যেন ডুবে গেছে রাতে,
অধিকার যেন ফিরে আসবে না বাংলাতে।
বাংলার বুকে তুমুল মিছিল জাগ্রত ছাত্র সমাজ
শহরের অলিতে গলিতে অধিকার চেয়ে কে যেন,
হয়ে গেল লাশ...!
তাই তর্জন তোলে..!
ঘুমিয়ে থেকো না তুমি শতাব্দীর ঘুম আর
প্রতিবাদ করো হয়েছোই যখন রাজাকার।
বৃথা যাবে না এই কান্না, মিছিল, স্লোগান ও রক্ত
খোদার আরশ উঠলো কেঁপে তবুও তোদের হৃদয় বড় শক্ত।
আমার ভাইয়ের, বোনের অনেক হলো রক্তপাত
তোদের উপর পড়বে দেখিস ঝরে ঠিকই বজ্রপাত।
তোমাদের আহাজারি,তোমাদের আর্তনাদ ও ক্রন্দন
অধিকার আদায়ে মাঠে নামছে ইসলামী ছাত্র আন্দোলন।
এক হয়ে যাও ছাত্র চবি,ঢাবি ও রাবির
তোমাদের সাথেই আছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
কাজেই তর্জনী তোলো বহাও বাতাস
রক্ত,লাশ আহাজারী কান্না থেমে হও না হতাশ!
সূর্যের উদয় হবে সকাল আলোকিত হবে দিন,
বাতাসের তোড়ে দেশ থেকে ভেসে যাক স্বৈরাচারের বীণ।
~লেখা মারুফ হাসান মাইয়ুফ