আমি আপনার খোঁজ করি রোজ,
খোঁজ করি আলোহীন প্রাতে দিনের শুরুতে।
খোঁজ করি গুটি পায়ে হেঁটে যাওয়া দ্বাদশী চাঁদনি রাতে,
এইভাবে কেটে যায় যায় রোজ।
এদিক সেদিক ফিরে দেখি,
এই আছে সেই আছে শুধু আপনিই নিখোঁজ!
আমি আপনার খোঁজ করি পাখি ডাকা ভোরে,
খোঁজ করি একাকী আনমনে বিষন্ন দুপুরে।
খোঁজ করি পড়ন্ত বিকালে,সন্ধ্যার নীলে,
এইভাবে কেটে যায় যায় রোজ।
এদিক সেদিক ফিরে দেখি,
এই আছে সেই আছে শুধু আপনিই নিখোঁজ!