আরেকটি দীর্ঘ নিরব রাত

দু' চোখে ঘোর অমানিশায় নির্বোধ জীবন।

নিঝুম রাতে চাঁদ তারকা নেই।

অন্ধকার প্রতিটি অংশকে ঢেকে রেখেছে।

আমি অন্ধকারে চাপা পড়েছি


নিথর দেহে অবচেতন সুখের পায়রাগুলো

ঘুম আসে না চোখের পাতায় রাত শেষেও ক্লান্ত ভোরে,

ঘুম আসে না এ দু’চোখে, নিঝুম এ রাতে

আমার মাথা  বিভ্রান্ত তোমার চোখ আমার মনের দিকে।

তোমার ভাবনাগুলো ঘুরে ফিরে দেয় উঁকি

তোমার চোখ আমাকে তোমার ভালোবাসার  উষ্ণতা দিবে না।

আমি তোমার চুল স্পর্শ করতে পারবো না

নিঝুম এ রাতে তুমি এখন
অনেক দূরে