আমি বলছি না যে আমাকে ভালোবাসতেই হবে!
শীতের এই সকালে এককাপ চা দিতেই হবে।
খুব করে মান ভাঙিয়ে ভালোবাসি বলতেই হবে।
রোজকার অভ্যাসে যমুনার পাড়ে বসে
চোখে চোখ রেখে  আকাশ দেখতেই হবে
এমন আবদারও করতেছি না!


আমি শুধু চাই,কেউ একজন পাশে থাকুক।
এমন ভেসে যাওয়া জোসনার রাতে
যমুনার এই তীরে বসে  কাধে কাধ রেখে জোসনা দেখতে।


কেউ একজন পাশে থাকুক।
লং জার্নিং এ চলতে চলতে,যখন ক্লান্ত হয়ে যাব,
তখন কেউ একজন কাঁধটা
বাড়িয়ে দিয়ে বলুক: - এইখানে মাথা রাখো।


মাঝরাতে-
শীতের বাতাসে  শরীরে
কাঁপন ধরে এলে আমি যখন
একা চাদর মুড়ে গুটিসুটি মেরে শুয়ে থাকব,
তখন কেউ একজন আমার পাশে থাকুক।
আমার চাদরেই উষ্ণতা খুঁজুক!