"মা" মানেই বিসর্জন মা মানেই অর্জন
"মা" মানেই একটা নতুন প্রাণের স্পন্দন
"মা" মানেই দুটি বাড়ির একটি বন্ধন।
"মা" মানেই আসবে জেনে দুচোখে হাজার স্বপ্ন লালন।
"মা" মানেই আমার বেড়ে ওঠায় শান্তি ভীষণ।
"মা" মানেই সহস্র অজুত কোটি ব্যথা বুকে ধামাচাপা।
"মা" মানেই আমার কিছুতে হয়নি শয়ন করা
"মা" মানেই বাতিবিহীন চারদেয়ালে পায়চারি করা।
"মা' মানেই বুননকারী নকশি কাঁথা রেশমি জামা।
"মা" মানেই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।
"মা"মানেই আদো আদো মুখে বলতে শেখানো।
"মা" মানেই স্নেহ, আদর-সোহাগ ও মমতায় ভরা।
"মা" মানেই তার জীবন বিলিয়ে দিয়ে আমার জীবন গড়া।
"মা" মানেই আদর মাখা চুম্বন,
"মা" মানেই আড়ালে কিছু হলে তার বুকে ভূকম্পন।
"মা" মানেই আঙুল ধরে চলতে শেখানো।
"মা" মানেই পৃথিবীর শ্রেষ্ঠ রক্ষাকারী।
"মা" মানেই মাথার উপর নির্ভরতার আকাশ।
"মা" মানেই এটা সেটা লাগবে বায়না বারোমাস।
"মা" মানেই উপায় নেই তবুও বাঁচার আশ
"মা" মানেই সকল দুঃখ কষ্টের অবকাশ।
"মা" মানেই মরণ পথে হলনাছারা যাত্রী।
"মা" মানেই আমার অসুখে কাঁদবে সারা রাত্রি।
"মা" মানেই বট বৃক্ষের ছায়া।
"মা" মানেই বুকের ভিতর আগলে রাখা মায়া।
"মা" মানেই একটি দেহে দুটি প্রাণ
"মা" মানেই জান্নাতের ঘ্রাণ