দিনের আলোয় যদি না পাই তোমাকে খুজে
আধাঁর রাতে দেখব তোমায় আখি যুগল বুঝে।
শীতের কুয়াশার মত রৌদ্র তাপে যাও যদি হারি।
একাকী মধ্যরাতে অষ্টাদশী চাদ পানে থাকব দাড়ি।
ভালোবাসে যুগ-যূগান্তর,কাল-কালান্তর দিব পাড়ি।
যদি না আস ভোরের পরিস্ফুটিত ফুলের সাত রং হয়ে
অন্ধকারেই খুঁজব তোমায় সারা জনম ধরে।
আলোয় তোমাকে না পাই যদি, জীবন অন্ধকার।
তার চে' বরং জ্বালবো না দীপ, অন্ধকারেই আশা
অন্ধকারেই থাক লুকিয়ে আমার ভালোবাসা।
ভাববো আছ এইতো কাছে, হয়তো বুকের আশেপাশে
হয়তো আমার শ্বাস জড়ানো তার প্রতি নিঃশ্বাসে
আমার মতোই হয়তো বা সেও আমায় ভালোবাসে
অন্ধকারেই আমার বুকে সেও বেঁধেছে বাসা।
অন্ধকারেই থাক লুকিয়ে আমার ভালোবাসা।