কুয়াশার চাদরে ঢাকা প্রভাত আকাশ
মিহি আলোয় দেখা যায় হুর পরীর আভাস
আসমানী রঙের শাল গায়ে হুর পরী আসে
নৃত্য ছন্দে মেতে দু’চোখে হাসে !
হেঁটে চলে নিক্কন পায়ে ছল্কে ছল্কে
ধূসর কুয়াশা হারিয়ে যায় পলকে পলকে!
কে যেন ডেকে গেল; গাফলত, আর কত দূর
চোখ মেলে চেয়ে দেখি— মধ্য দুপুর!
চোখে দোল খায় যেন দুধ সাদা ঢেউ
তুলনা মেলে না তার শ্বেত অশ্বতে 'ও !
বেহায়া বাতাস পেয়ে উড়ছে তাহার চুল
সেই আনন্দে গাছ থেকে ঝরে পড়ছে হিজল ফুল
শীত হিম ভোরে আসে সফেদ নহর
কাটে শুভ কামনায় মন্দ প্রহর !
কুয়াশা তুমি কি জানো কোথায় আবার
এমনই ভোরের হবে সুখ সমাহার !