কেউ একজন ভালো না বাসুক,
কেউ একজন মনের ফ্রেমে আপনার ছবি না আঁকুক।
কেউ একজন তার দেয়া প্রিয় নাম ধরে না ডাকুক।
কেউ একজন কাগজে কিংবা মুঠোফোনের প্রান্ত ছুঁয়ে না বলুক ভালোবাসি।
কেউ একজন পাশে বসে হাতে না রাখুক হাত
কেউ একজন লং জার্নিংয়ে কাধে না হেলে দিক কাধ
কেউ একজন কথা না দিক এই হাত কখনো ছাড়বো না।
তবুও জীবন কাটিয়ে দেয়া যাবে
কেউ একজন আসবে এই ভেবেই।
কিন্তু কেউ একজন ভালোবাসি বলে
সারাজীবন পাশে থাকার কথা দিয়ে,
হঠাৎ করে যদি হারিয়ে যায়।
আর তখনই ছলকে উঠবে মন কেমনের নদী
তখন ভিতর থেকে ভাঙতে শুরু করে বুকের বাঁধ,
সেই সাথে বিষাদের নির্ঘুম নয় হাজার নয়শ নিরানব্বই রাত ।
বাঁচার উপায় নেই ছুটে আসে মরণ নির্ঘাত।
তখন মন হারিয়ে আমরা পরে যাই দিশেহারায় ।
ভালোলাগা গুলোও তখন তিক্ততা বাড়ায়
এমন দহনের দিনে স্মৃতির করোটি তারায়
মনে হয় যেনো ভালোবাসার মানুষটি ছেড়ে তো গেছেই
সাথে নিয়ে গেছে সব ভালোলাগা,
কেড়ে নিয়ে গেছে মুখের সব হাসি।
╔════≼𖧷✵𖧷≽═════╗
🖋মো মারুফ হাসান═❥
╚═════≼𖧷✵𖧷≽═════╝
_