কেউ একজন থাকুক—
যে সুবহে সাদিকে বলবে আর কত ঘুমান
বলো “ফাবি আইয়ে আলা ই রাব্বি কু মা তু কাজ্জিবান”
কেউ একজন থাকুক—
ইসলাম থেকে গাফেল হলেই করবে আড়ি
ঘুমের জন্য ফজর ছুটে গেলে করবে বাড়াবাড়ি
কেউ একজন থাকুক—
যে জানে রাসুলের জীবনী
অধৈর্য হলেই সে শোনাবে “ইন্নাল্লাহা মা আস সাবিরিন” কোরআনের বাণী
কেউ একজন থাকুক—
যে আল্লাহকে ভালবেসে হবে ধর্মভীরু দ্বিনি
দুঃখ কষ্ট এলেই যে শোনাবে “ইন্নামা আল উসরি ঊসরা” কোরআনের বাণী
কেউ একজন থাকুক—
কাজের জন্য ছুটে গেলে যোহর
সে শোনাবে ভয়াবহ জাহান্নাম “হাবিয়াহ’র” প্রহর
কেউ একজন থাকুক—
যে কথা বলবে না রাখ খাতায় জমে থাকা বাকী-বকেয়ার
অধিক আয়ের জন্য তাগাদা না দিয়ে
সে তালকিন দিবে; "ইযা ওয়াকিয়াহ'র।
কেউ একজন থাকুক—
বিকালের চায়ের আড্ডায় ছুটে গেলে আসর
সে “হাদিস” থেকে শোনাবে নামাজ আদায় করা যায় কসর
কেউ একজন থাকুক—
সন্ধ্যার ব্যস্ততায় ছুটে গেলে মাগরিব
সে হৃদয়ে জ্বেলে দেবে তিন কূল “সুরা ইখলাস, ফালাক্ব ও নাস” কোরআনের প্রদ্বীপ
কেউ একজন থাকুক—
এশা বিহীন ঘুমাতে গেলে
সে শুনাবে শাসনের কন্ঠে বিছানা বারণ
কেউ একজন থাকুক—
যে মাঝরাত্তিরে তাহাজ্জুদের সঙ্গী হবে।
পূণ্যকাজে আমার প্রিয় অর্ধাঙ্গী হবে।
•⎯͢⎯⃝🩵🪽""..!! ♡
~মারুফ হাসান মাইয়ুফ — কবিতায় গল্প বলা মানুষ
#Maroof #Hassan #মাইয়ুফ
#Maroof_Hasan #kabbo #poem #lifestory #writer #golpolekhok #author #kobita #golpokutir #golpo #monerkotha #golpokotha #adviceforlife #advicequotes #travel #travelling