ভাঙা গড়া নিয়েই
মানুষের জীবন বয়।
ভালোবাসায় ভরা রঙিন জীবন
আর বিচ্ছেদের জীবন ।
কখনো এক হয়?
বিশাল পাহাড়ের কান্না আর
মানুষের হৃদয়ের কান্না।
কখনো এক হয়?
জীবনে চোখ খুলেই আমি কাঁদতে কাঁদতে পৃথিবীতে এসেছিলাম।
এখন জীবনের কণ্টকাকীর্ণ পথে,সব যন্ত্রণা সহ্য করে।
কান্নার ম্যারাথন শুরু করেছি।
মাঝে মাঝে গভীর রাতে আমার অশ্রু বন্যায় কাদি।
কখনও কখনও আমি আমার চোখের জল ফেলি।
ফোঁটায় ফোঁটায় আমার হৃদয়ে......
আমার রাত কাটে অশান্ত কান্নায় বৃষ্টি ধারায়।
জীবনটা এক সময় হয়ে যায় ক্ষয় ।