এই যে, কাজল চোখের মেয়ে"।
আপনার দিবস কাটে বিবশ হয়ে তার কথা ভেবে ভেবে।
সে হয়তো আপনার ভালোবাসা করেছে প্রত্যাখ্যান;
সেই আপনি আবার কারো কাছে জীবনের আধখান।
আপনি হয়তো তাহার চোখে ভুল
সেই আপনি আবার কারো কাছে শুভ্রতম ফুল।
"এই যে, কাজল চোখের মেয়ে"।
একটু আধটু পিছন ফিরে তাকাও চেয়ে।
পৃথিবীতে কারও না কারও কাছে আপনি হবেন সুদির্শিনি।
কারও না কারও কাছে আপনার চোখ হবে চোখ ধাঁধানো আকর্ষণীয় ।
এই যে, হরিণী চোখের মেয়ে।
দেখো ভেবে কেউ একজন আসছে বাতাসের মত ধেয়ে।
কেউ একজন মুগ্ধ হয়ে শুনবে আপনার মুখের বাণী
আপনিই হবেন তার জীবনের শ্রেষ্ট রাণী।
রাত্রি তবু কেটে যাবে ভোরের আশায়
সে শুধু জেগে থাকবে আপনাকে দেখার নেশায়।
এই যে, হরিণী চোখের মেয়ে।
কোনো একজন এর কাছে আপনি হবেন প্রচন্ড রাগী।
চোখের আড়াল হলেই সে তো আপনায় খুঁজবে ডাকি ডাকি।
যে আপনার রাগটাকে ভয়ের সাথে সাথে প্রচন্ড ভালোবাসবে।
আপনি অভিমান করলেই সে তো পাশে এসে বসবে।
যে তোয়াক্কা করবে আপনার সকল অভিমান।
সুখে দুঃখে সে তবুও গাইবে আপনার গান।
যতোই আসুক বিষাদের দিন;
আপনাকে ভালোবাসবে চিরদিন।।