আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন
এই অবনীতে প্রতিষ্ঠিত হবে আল্লাহর আইন
কর্ম দিবসের বিরতি আজ
আনন্দে প্রশান্তি চিত্তে সুখ সবার
সব মুমিন আজ এক হয়ে
গোসল করছে অনেক আগে
খুশবু মেখে মসজিদ মুখে
সব মমিন ছুটছে দলবদ্ধ হয়ে
মুমিন ভাইয়েরা সবাই কই
আসুন মসজিদ মুখি হই
করলে মসজিদের আবাদ
পরকালে পাব নাজাত
একই কাতারে একসাথে দাঁড়িয়ে
আল্লাহর বিধান মেনে নিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে
সিজদা করছে কেবলা মুখে
নামাজ শেষে মুমিনদের মোলাকাত
আমার হৃদয়ের জমছে খুশির বাঁধ