আগস্টের এই দিনে এসেছো তুমি স্বর্গ হতে

মা বাবার কলিজা হয়ে ভাই বোনের হৃদপিণ্ড হয়ে

এসেছে জন্মদিন এক বছর পরে!

দোয়া করি হৃদয় থেকে প্রাণ ভরে

সারাক্ষণ মুখখানি থাকুক হাসিময়,

একবিন্দু জলও না আসে যেন চোখের কোনায়

আজকের পৃথিবী তোমার জন্য ভালো লাগা

উজ্জ্বল ভবিষ্যৎ আগামীর সম্ভাবনা


আজ তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল

আজ তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকাল

ভালবাসা নিয়ে  তুমি,ভালবাস সব সৃষ্টিকে।

আলোকিত হয়ে  তুমি আলোকিত কর অবনীকে।

আজকের আকাশে অনেক তারা
দিনটি হলো মায়ায় ঘেরা

তোমার জন্য ফুটেছে আজ পৃথিবীর সব গোলাপ

তোমার জন্য এই কবিতা নয়যে প্রলাপ

আজ জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি ও ভালোবাসা।

পৌঁছাবে তোমার কাছে,
আমার শুধু এই আশা।