আমার রক্তক্ষরণ হয়েছে,আমার প্রতিটি নিঃশ্বাসে।

আমার দিনগুলি কষ্টে ভরা ও রাত গুলো দুঃস্বপ্নে ভরা।

আমার এই যন্ত্রনা নিয়ে কিভাবে পৃথিবীতে বাঁচতে পারি।

জীবনের শেষ কোথা, জানি না তো কেউ।

মরণের পদতলে ভেসে যাবে ঢেউ।

হতাশার জাল বুনে করি হাহাকার,

মরীচিকা দেখে শুধু মরি বারবার।

মরণের ডাক যদি আসে  দরজায়  ফিরে যাবো কোন ঘরে দেহ যাবে ভেঁসে, খসে।

একবার মরে গেলে আসব না ফিরে,

হারিয়েছি চেনা মুখ কোন সেই ভিঁড়ে।

বহুবার বহুদিন হতাশার ঘোরে, জীবনের বলি দিয়ে গিয়েছি যে মরে।

প্রীয় মৃত্যু  তুমি এসো গ্লানি মুছে দিতে।

"তুমি এসো নুরের আলোয় আলোকিত
করে পরিপূর্ণ ঈমান নিয়ে।

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••