পৃথিবীতে পরিবার ব্যতীত নেই যে আমার কেউ
কে দেখিবে কে বুঝিবে হৃদয় ভাঙ্গা ঢেউ
নির্জনে নিভৃতে তাই ব্যাথায় কঁকিয়ে আখি জল ফেলি
আনমনে একান্তে স্বয়ং নিজেই নিজের কাছে কথা বলি
দেখিনি কখনো এমন মায়া মমতাময়ি চন্দ্রমুখ এ ভুবনে
রেখেছিলাম তোমাকে আমার মনে
মেয়ে তোমার কণ্ঠের মধুর কলতান
জুড়িয়ে দিয়েছিল আমার ভুবন
আর তোমার চুলের মুগ্ধ ঘ্রাণ
কেড়ে নিয়েছে আমার প্রাণ
দেইনি তোমাকে চোখের আড়াল হতে
হৃদয়ে গেঁথে রেখেছি তোমাকে সকল আবেগ দিয়ে
আকাশের ওই সাদা মেঘগুলির মতো সুন্দর তোমার মন
রংধনুর মত রাঙিয়েছিলে আমার জীবন
স্বপ্নেই তোমার আসা যাওয়া একদিন হলোনা দেখা
কালো মেঘ দিয়ে আমার হৃদয় আকাশ টা দিলে ঢেকে
তোমার জায়গাটি চিরদিন শূন্য থাকিবে আমার মনে
ভালোবাসি নিজের চাইতে তোমায় মেয়ে
দিন যায় রাত আসে তোমার কথা ভেবে ভেবে