একদিন এইসব কষ্টের দিন পেছনে ফেলে
অ-কবিতা আর ভালোবাসার বাঁধন শেষে
আমিও একদিন ফিরে যাব নিয়তির কাছে।
একদিন চলে যাব তোমার শহর ছেড়ে ।
নীল-সাদা রঙ,পুড়ে যাওয়া দিগন্তের মতন,
ফেলে যাব নির্ঘুম কেটে যাওয়া কষ্টের প্রহর।
রেখে যাওয়া ক্ষণিকের সময়ের কিছু স্মৃতি হবে ,
অজস্র বলা কথার কিছু কথা ভুল হবে।
আমার কষ্ট দ্বারা খচিত হৃদয়ের ক্ষরণ
একদিন আমি ঝরে যাব টুপটাপ বৃষ্টির মতন;
কিংবা শীতের পাতার মত ঝরে যাওয়া ছন্দহীন নিঃশব্দে।
আমিও ডুবে যাব একদিন যেমন ডুবে যায় সূর্য
দিনশেষে রক্তিম দিগন্তে।
সেই সব না থাকার দিন জুড়ে
যদি আবার শীত আসে ,
যদি কুয়াশার চাদরে ঢেকে যায় স্মৃতির ক্যানভাসে!
যদি আকাশ ছেঁয়ে যায় মেঘেদের নীল খামে!
যদি আসে সেই পাতাঝরা শীতের দিন
সেইদিন আমি কি রবো—
কিংবা রবে কি আমার কথা
তোমার স্মৃতিতে গাঁথা?