উঠান জুড়ে কালও ছিল গোল্লাছুটের চর ,
বানের জলে ভাসলো যে আজ বসত ভিটা ঘর ।
পশু ভাসে ,পাখি ভাসে,ভাসে গৃহনীর স্বপ্ন ডানা,
ভাসতে থাকা মানুষ যেন নিথর কচুরিপানা ।
সিলেট,সুনামগঞ্জ,মৌলভীবাজার,রংপুর জলে ভেসে একাকার
জলে ডুবে মানুষ করুন আর্তনাদে করছে হাহাকার!
ঢেউয়ের তোড়ে ভেঙ্গে গেছে মাঝি মাল্লার নাও
পাতিলে শিশু রেখে ডুবে গেছে 'মা'ও!
জলের উপর জলের নাচন আচড়ে পড়ছে ঢেউ
বাঁচতে গিয়েও বানের জলে হায়িয়ে যাচ্ছে কেউ।
কোথায় যাবে মানুষ বলো না জানে সে সাঁতার
বানে ডুবা মানুষ গুলো দেখছে অকুলপাথার ।
কতদূর তাকালে তীর ভাসে চোখে
প্রিয় সিলেট মৌলভীবাজার আছড়ে পড়ে ঢেউয়ে
গৃহহীন পথিকেরা ভুলে গেছে দিক
মাথায় হাত রেখে ভাঙ্গা মাস্তুলে হতাশয় নাবিক
যায় না দেখা আকাশ আজও মেঘে পর্দা টানা কেমনে ডাকলে আসবে রহম নেই তো কারো জানা
তবুও মানুষ করুণ সুরে ডাকছে প্রভুর নাম
করুন আহাজারি জারি আছে পৌঁছে না ফরমান ।
আশাহীন হতাশা জলে ভাসা মাঝি মাল্লার
করুন সুরে ডাকছে নাম আল্লাহর