জীবনের সব রং মুছে
যেদিন বাসা বাঁধল "বেদনা",
সেদিন হতেই শুরু হল বিরামহীন লোনা।
“বেদনা ”তোমাকে আমি লুকাবো কোথায়?
তুমি যে অশ্রু হয়ে ভেসে থাকো চোখের কোণায়।
সুখের অভিনয় করতে করতে আমি গেছি ক্লান্ত হয়ে ঝরে পর দু ‘নয়নে অশ্রু হয়ে ।
তবে তুমি যদি জানতে আর নাহি কাঁদতে ।
তাই আজ বিধাতার কাছে
করি শুধু একটি প্রার্থনা_
বেদনাকে যেন করে মোর চিরসাথী
যেন বেদনার নোনাজলে,আমি ডুবে থাকি দিবারাতি
দুনিয়ার চোখের পানি আখেরাতের অনেক দামী ।
আমার হৃদয় আগুনে পুড়ল,আশার ফুল ঝরে গেল
আমি হারিয়ে ফেলেছি মন খুব বেদনাদার কান্নায়
আমি ভালোবাসেছি,আমি অনাথ হয়েছি
আমার হৃদয়ের ব্যথা ব্যথা অসমাপ্ত প্রেমে
ভুক্তভোগী তিক্ত ব্যাথা বুকে,আমার চোখে অশ্রু, আমার পৃথিবী অন্ধকার।
আমি আমার চোখের জল ভিজালাম, দুঃখ
তুমিও স্রষ্টার সৃষ্টি , রাখো শুধু তাহার পানেই দৃষ্টি ।
শান্ত হবে হৃদয় , জুড়াবে মন
তৃপ্তি ভরে ইবাদত করো সারাক্ষণ ।
চাইলে দুনিয়ার সাধ ,হারাবে আখেরাত
দু”দিনের দুনিয়ায় —–
“বেদনায় ” নাহি কিছু আসে-যায় ।