আমার সুখের উৎস,আমার অনন্তকালের ভালোবাসা

নিরলে নিভৃতে এই অন্তরে তোমার যাওয়া আসা

আমার হৃদয়ের আনন্দ  হবেনা চতুর্নবতিতম

এই-যে অলস বেলা,তুমি সন্ধ্যার মেঘমালা।

আলোতে আঁধারে সারাক্ষণ  কর খেলা।

অরি মাঝে চারি পাশে,কোথা হতে ভেসে আসে।

সে সুখ পরশ, প্রাণে  বাজছে বাঁশি মধুর কোমল সুরে


ওই মুখের হাসি বাতাসে আসিয়াছে ভাসি



কোনোদিন একদিন,তোমার মনে।

তোমার ঐ হরিণী নয়নে জল আসে যদি আমার স্মরণে

শুধু রাত্রি বেলা যখন তারারা করে খেলা

আমারে এমনি করে  ভাবিতে পারিতে যদি

              বসিয়া নীরবে একেলা-