দেখতে দেখতে পার হয়েছে কতগুলো বসন্ত,
অথচ ভালোবাসা এসে কড়া
নাড়েনি মনের দ্বারে!
মুঠো ভর্তি শিউলি ফুল হাতে,
আজও কেউ বলেনি ভালোবাসি।
আমার প্রহর কেটেছে প্রতীক্ষায়,
তবু ভালোবাসা আসেনি পদ্ম হাতে।
নোনা জলে লেপ্টে থাকা কাজল,
ভালোবেসে ছুঁয়ে দেয়নি কেউ।
আমার এলো চুল বাতাসে উড়ে।
চোখের নিচের কালো ছায়ারা
ভিড় জমিয়ে আরও গভীর হয়।
কই কেউ তো বলেনি যত্ন নিও!
আমার আকাশ জুড়ে কালো
মেঘেদের বিচরণ।
ইচ্ছেরা সব বন্দী খাঁচায় ছটফটিয়ে মরে।
অথচ কেউ বোঝে না,কেউ জানেনা
আমার বুক পাঁজরের জমাট বাঁধা ব্যথার খবর।
শুধু ধূসর বর্ণের মলাট বাঁধা
ডায়েরির সব পাতারা জানে,
আমার একলা থাকার অসুখের কথা।
রাতের গভীর অন্ধকারেরা বোঝে,
আমার বুকের ভেতর পুষে রাখা
সে দীর্ঘশ্বাসের ঝড়!
এই যে দিন যায়,দিন আসে।
নীড় হারা পাখিরাও নীড় খুঁজে পায়।
তবু আজও ভালোবাসা আসেনি,
কড়া নাড়েনি কেউ মনের দ্বারে!