তোমার আমার কিছু দেনা পাওনা থাকুক।
খুচরো পয়সার মতো করে আমাদের একটু আধটু সুখ-দুঃখ,অভিমান,অভিযোগের হিসেব বাকি থাকুক।।
কিছু প্রশ্নরা জমা থাকুক গোপনে।
অজানা থাকুক খুব করে জানতে চাওয়া কিছু প্রশ্নের উত্তর।
তারপর কখনো সময়ের স্রোতে গা ভাসিয়ে চলা আমি কিংবা তুমি খুব ক্লান্ত হয়ে গেলে একটা প্রশ্ন কিংবা কিছু উত্তরের অযুহাতে চায়ের কাপ হাতে আমরা আবার মুখোমুখি হব।
মাঝে মাঝে আমার মন খারাপে তোমার ক্লান্ত বিকেল,চায়ের কাপে অলস চুমুক,ব্যালকনিতে ভেসে আসা শিউলি ফুলের ঘ্রাণ- এইসব কিছু ধার হিসেবে নিতে চাইব।বিনিময়ে নাহয় তোমার ইচ্ছে মতো কিছু একটা চেয়ে নিবে। তোমার বেলায় অবশ্য আমার কিছুতেই আপত্তি নেই।
পাওনা চুকানোর অযুহাতে আমাদের মাঝেমধ্যে আলাপ হবে,আলাপ থেকে ভাব জমবে।তুমি জানবে আমার প্রিয় ফুল কাঠগোলাপ,নীল প্রিয় রং।তোমার প্রিয় কবিতার বইটা তখন আমি ধার চাইতেই দিয়ে দিবে।
এভাবেই আমাদের কিছু দেনা পাওনার হিসেব বাকি থাকবে।সময় যাবে,বারান্দার টবে তোমার প্রিয় অর্কিড গাছটায় ফুল ফুটবে,বছর ঘুরে বসন্ত আসবে,তোমার আমার বয়স বাড়বে।তবুও আমাদের হিসেব মিটবে না।
তোমার আমার কিছু দেনা পাওনার হিসেব বাকি থাকুক।