আমি বরাবরই তোমার অযোগ্য ছিলাম।
কোথায় তোমার আকাশচুম্বী বিশালত্ব,
আর আমি ঠুনকো ঝরে যাওয়া ফুল!
আমি সত্যিই বেশ বেমানান।
তোমার রংধনুর রঙে রাঙানো আকাশে
আমি এক ফালি বীভৎস ধূসর মেঘ!
তাইতো ঝরে যাই অনাদরে,অবহেলায়।
ভালোবাসাবাসির অঙ্কতেও,
আমি বরাবরই বেশ কাঁচা।
তাই হয়তো মাপতে পারিনি,
তোমার হৃদয়ের গভীরতা!
তোমার মনের উঠোনে,
আর ঘর বাঁধা হয়ে উঠেনি।
শত চেষ্টার পরেও আর বলা হয়নি,
মনের গহীনে লুক্কায়িত সুপ্ত অনুভূতির কথা।
আমার শহরে এখনো,
রোজ সূর্য উঠে, ভোর হয়।
দিনশেষে নিয়ম করে সন্ধ্যা নামে,
অতঃপর তীব্র অন্ধকারে তলিয়ে যায়,
আমার শহরের প্রতিটি গলি।
শুধু নিয়ম মানে না বেহায়া মন!
অনিয়ম করে তারাও এবার ভালোবাসা চায়।
বাস্তবতার কঠিন বেড়াজাল ভেঙে,
আজ মুক্তি পেতে চায় প্রিয় অনুভূতিরা।